আমি কেন আমি কেন প্রতিবাদে যাই আমার একটা পক্ষ আছে তাই আমি তো নই আমি তো নীরব কেউ নই সেই কথাটাই চিৎকার করে কই মাঝামাঝি, মাঝামাঝি মানুষ তো নই দুই নৌকায় রাখবো না রাখবো না পা কার সাথে, কার সাথে আছি কার নেই স্পষ্ট করে শুরুতেই বলে দেই আমি কেন আমি কেন প্রতিবাদে যাই ♪ মন্দ জানি শক্তিশালী কিন্তু ভালো তো নয় মৃত ভালোর সাথে আমরা আছি আমি সেখানেই হবো পরিচিত ও হো হো... ও হো হো... ও হো হো... মন্দ জানি শক্তিশালী কিন্তু ভালো তো নয় মৃত ভালোর সাথে আমরা আছি আমি সেখানেই হবো পরিচিত হাসছে না তো ভাসছে মানুষ হাজার সর্বনাশে এই জগতের সব ক্ষতিতেই আমার যে যায় আসে এই জগতের সব ক্ষতিতেই আমার যে যায় আসে মন্দরা যাবে না যাবে না প্রতিবাদে মন্দরা যাবে না যাবে না প্রতিবাদে আর যাবে না মধ্যপন্থী যারা নড়বে না আগুন যদি না লাগে গায়ে জানবে তাদের কিছুতেই নেই তাড়া এ শরীরে একটা হৃদয় যদি থাকে আস্ত খাঁটি মানুষ যারা আছো গা বাঁচিয়ে পাশ কাটিয়ে নয় প্রতিবাদের শব্দ হয়ে বাঁচো প্রতিবাদের আওয়াজ তুলে বাঁচো প্রতিবাদের আওয়াজ তুলে বাঁচো প্রতিবাদের শব্দ হয়ে বাঁচো... আমি কেন আমি কেন প্রতিবাদে যাই...