ক্লান্তিবিহীন হৃদয়ের ছোট্ট পৃথিবীতে
ইচ্ছে করে তোমাতেই শুধু ফিরে যেতে
স্বপ্ন জুড়ে চাই তোমায় রাতে অবসরে
মায়াবিনী মাঝরাতে প্রণয় সুরে সুরে
তোমার মনের গভীরে বন্ধুর পথ ঘুরে
চাই যে হারাতে বহুদূরে
তোমার মনের গভীরে বন্ধুর পথ ঘুরে
চাই যে হারাতে বহুদূরে
♪
এই জীবনটা জুড়ে চাই তোমাকে, চাই সারাক্ষণ
সুখ ছড়িয়ে তুমি দাও আমাকে ওই ভীরু মন
তোমার মনের গভীরে বন্ধুর পথ ঘুরে
চাই যে হারাতে বহুদূরে
তোমার মনের গভীরে বন্ধুর পথ ঘুরে
চাই যে হারাতে বহুদূরে
♪
ভুল করেনি জানি মন তোমাকে যে নীরবে
নিঃশব্দেরই মাঝে বেঁচে আছি ঠিক এভাবে
তোমার মনের গভীরে বন্ধুর পথ ঘুরে
চাই যে হারাতে বহুদূরে
তোমার মনের গভীরে বন্ধুর পথ ঘুরে
চাই যে হারাতে বহুদূরে
ক্লান্তিবিহীন হৃদয়ের ছোট্ট পৃথিবীতে
ইচ্ছে করে তোমাতেই শুধু ফিরে যেতে
স্বপ্ন জুড়ে চাই তোমায় রাতে অবসরে
মায়াবিনী মাঝরাতে প্রণয় সুরে সুরে
তোমার মনের গভীরে বন্ধুর পথ ঘুরে
চাই যে হারাতে বহুদূরে
তোমার মনের গভীরে বন্ধুর পথ ঘুরে
চাই যে হারাতে বহুদূরে
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri