Hasan - Hridoyer Durdine şarkı sözleri
Sanatçı:
Hasan
albüm: Best Of Hasan, Vol. 1
হৃদয়ের দুর্দিনে যাচ্ছে খরা...
কিছু ভালোবাসা দাও।
হৃদয়ের দুর্দিনে যাচ্ছে খরা...
কিছু ভালোবাসা দাও।
জীবনের বন্দরে ভেসে ভেসে...
ভিড়েনি এসে...
এক জোড়া মায়াবিণী চোখ।।
হৃদয়ের দুর্দিনে যাচ্ছে খরা...
কিছু ভালোবাসা দাও।
হৃদয়ের দুর্দিনে যাচ্ছে খরা...
কিছু ভালোবাসা দাও।
জীবনের বন্দরে ভেসে ভেসে...
ভিড়েনি এসে...
এক জোড়া মায়াবিণী চোখ।
এক জোড়া মায়াবিণী চোখ।।
কোনদিন আসেনি প্রেম কাছে...
চারদিকে শুধু অবহেলা।
শ্যাওলা কাদায় ভরে গেছে...
এ মনের স্বপ্ন ভেলা।।
কোনদিন আসেনি প্রেম কাছে...
চারদিকে শুধু অবহেলা।
শ্যাওরা কাদায় ভরে গেছে...
এ মনের স্বপ্ন ভেলা।।
হৃদয়ের দুর্দিনে যাচ্ছে খরা...
রোদের উৎপাতে জ্বলছে সকাল...
আর কতকাল লাগে ভালো?
যদি বৃষ্টি দাও... দু চোখের দৃষ্টিতে।
তুমি মেঘের বালিশে রেখো মাথা...
আমি মনের আভ্রু ভুলে
হাজার বছর ধরে তোমার পরশ নেবো নির্ঘুম।
আমি মনের আভ্রু ভুলে
হাজার বছর ধরে তোমার পরশ নেবো নির্ঘুম।
যদি চাও... যদি চাও... যদি চাও...
হৃদয়ের দুর্দিনে যাচ্ছে খরা...
কিছু ভালোবাসা দাও।
হৃদয়ের দুর্দিনে যাচ্ছে খরা...
কিছু ভালোবাসা দাও।
জীবনের বন্দরে ভেসে ভেসে...
ভিড়েনি এসে...
এক জোড়া মায়াবিণী চোখ।
এক জোড়া মায়াবিণী চোখ।।
উউউ নারা নানা হায়
উউউ নারা নানা হায়
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri