সে যেন ফেরারি অপ্সরী সে যেন অস্পৃশ্য মায়াবী নারী সে যেন ফেরারি অপ্সরী সে যেন অস্পৃশ্য মায়াবী নারী ♪ এ হৃদয় থেমে গেছে পাব না তাকে আর কোনোদিন হায়, থেমে গেছে সব সুর কেঁদে কেঁদে অসহায় চলে গেলে তুমি জানো না, প্রেম বোঝো না মন মানে না, ব্যথা দিয়ো না চলে যেয়ো না, কেন বুঝলে না তোমাকে ছাড়া ফিরে যাব না তবু তোমারি হৃদয়ে এ হৃদয় মিশে রয় কেনো নিরবে এই সময় এ প্রণয় ভেঙে দেয় সে যেন ফেরারি অপ্সরী সে যেন অস্পৃশ্য মায়াবী নারী সে যেন ফেরারি অপ্সরী সে যেন অস্পৃশ্য মায়াবী নারী সে যেন ফেরারি অপ্সরী সে যেন অস্পৃশ্য মায়াবী নারী সে যেন ফেরারি অপ্সরী সে যেন অস্পৃশ্য মায়াবী নারী, yeah ♪ অনেক-অনেক-অনেক প্রতিশ্রুতি ও, কষ্ট-কষ্ট-কষ্টহীন দিনগুলি ঝলমলে ঝাড়বাতি সবকিছু ফেলে গেলে দিয়ে গেলে শুধু অনন্ত আঁধার রাতি তুমি জানো না, প্রেম বোঝো না মন মানে না, ব্যথা দিয়ো না চলে যেয়ো না, কেন বুঝলে না তোমাকে ছাড়া ফিরে যাব না তবু তোমারি হৃদয়ে এ হৃদয় মিশে রয় কেনো নিরবে এই সময় এ প্রণয় ভেঙে দেয় সে যেন ফেরারি অপ্সরী সে যেন অস্পৃশ্য মায়াবী নারী সে যেন ফেরারি অপ্সরী সে যেন অস্পৃশ্য মায়াবী নারী সে যেন ফেরারি অপ্সরী সে যেন অস্পৃশ্য মায়াবী নারী সে যেন ফেরারি অপ্সরী সে যেন অস্পৃশ্য মায়াবী নারী, yeah