দু'বেলা দু'মুঠো ভাতের অন্বেষায়
দিগ্বিদিক ছুটে পাথর ঘাঁটিয়ে
রোদ্র খরতাপে বৃষ্টিতে ভিজে
ঘরে ফিরে তারা ক্লান্তির নেশায় বুঁদ
ছোট্ট ছোট্ট ব্যথা সুখের আলোকে
চিন্তার রাজ্যে আবেগ মিশিয়ে
সত্য ছন্দ-লয়ের মেলামেশায়
জেগে উঠে তারা সুরের মূর্ছনায়
♪
সুন্দর মনের সুপ্ত বাসনা
শূন্য হৃদয়ের আশার আলো
অপমান অভিযোগ পেরিয়ে দুর্ভোগ
সুন্দর প্রেমের বিজয় যেন
♪
শ্রমই সুখ, শ্রম-ধারায় সৃষ্টি সুখ সুর জুড়ে
সুখ প্রেমের আঙ্গিনায় ত্যাগের মহিমায়
আমার জীবনে নেই অন্বেষা, সুখ-আশা
বন্ধুর পথ জুড়ে আনন্দ-হতাশা
দু'বেলা দু'মুঠো ভাতের অন্বেষায়
দিগ্বিদিক ছুটে পাথর ঘাঁটিয়ে
রোদ্র খরতাপে বৃষ্টিতে ভিজে
ঘরে ফিরে তারা ক্লান্তির নেশায় বুঁদ
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri