জীবন, আহা এ জীবন চাওয়া পাওয়ার অসম সমীকরণ যা চাই, ভুল করে চাই যা পাই, চাই না এ জীবন, ও জীবন চাওয়া পাওয়ার অসম সমীকরণ যা চাই, ভুল করে চাই যা পাই, চাই না বয়স এমন ভালো লাগার সময় এমন হাওয়ায় ওড়ার যা ইচ্ছে করে, করতে পারি না কেন পারি না? ♪ অগণন খুশির হাওয়ায় মনের মন উড়ে যেতে চায় মন মাধুরী, তুমি কি জানো না যা ইচ্ছে কেন করতে পারি না? বয়স এমন ভালো লাগার সময় এমন হাওয়ায় ওড়ার যা ইচ্ছে করে, করতে পারি না কেন পারি না? ♪ দৃষ্টি লহরী ছড়াই যা দেখি, ভালো লেগে যায় মন আমার ত্রিতালের, খরা নাই সুর বেঁধে যাই কেন জানি না বয়স এমন ভালো লাগার সময় এমন হাওয়ায় ওড়ার যা ইচ্ছে করে, করতে পারি না কেন পারি না? জীবন, আহা এ জীবন চাওয়া পাওয়ার অসম সমীকরণ যা চাই, ভুল করে চাই যা পাই, চাই না এ জীবন, ও জীবন চাওয়া পাওয়ার অসম সমীকরণ যা চাই, ভুল করে চাই যা পাই, চাই না বয়স এমন ভালো লাগার সময় এমন হাওয়ায় উড়ার যা ইচ্ছে করে, করতে পারি না কেন পারি না?