কি করে বুঝাবে আমার এ হৃদয় সারাটিক্ষণ অপ্লুত থাকে আমি তো উপন্যাসিক নয় কি করে জানাবো এই মন কি চায় হৃদয়ের সংবিধানে আঁকা লেখা তো আমার আসে না মাধবী নাকি ময়ূরী বলো কি নামে যে ডাকি তোমায় সাগরি না সুজরি তা ডাকি সুরের মঞ্ছনায় মাধবী নাকি ময়ূরী বলো কি নামে যে ডাকি তোমায় সাগরি না সুচরিতা ডাকি সুরের মঞ্ছনায় এই দুটি চোখে দৃষ্টি দিয়ে শুধু বন্ধি করেছে আমায় ভাবতে পারে না মন তাকে ছাড়া মন বিলিন হয়ে যায় বৃষ্টি না মিলাও না সুস্মিতা সুপর্ণাও না কি নামে যে ডাকি তোমায় মাধবী নাকি ময়ূরী বলো কি নামে যে ডাকি তোমায় সাগরি না সুচরিতা ডাকি সুরের মঞ্ছনায় সম্মোহে হাঁসি শন্মাহিত করে বারে বারে আমায় অজস্র নামে হৃদয় পৃষ্ঠা জুড়ে শুধু কেনো ভুলে যায় কল্পনা, প্রিতি ও না ঊর্মিলা, সৃতিও না কি নামে ডাকি যে তোমায় মাধবী নাকি ময়ূরী বলো কি নামে যে ডাকি তোমায় সাগরি না সুচরিতা ডাকি সুরের মঞ্ছনায় কি করে বুঝাবে আমার এ হৃদয় সারাটি ক্ষণ অপ্লুত থাকে আমি তো উপন্যাসিক নয় কি করে জানাবো এই মন কি চায় হৃদয়ের সংবিধানে আঁকা লেখা তো আমার আসে না মাধবী নাকি ময়ূরী বলো কি নামে যে ডাকি তোমায় সাগরি না সুচরিতা ডাকি সুরের মঞ্ছনায়।