Kishore Kumar Hits

Partha Barua - Mon Janala şarkı sözleri

Sanatçı: Partha Barua

albüm: Mon Janala


আজ এ মন জানালায় দাঁড়িয়ে
কে ডাকে, কে ডাকে?
স্বপ্ন রঙের ছবি আঁকে
মেঘেরা দল বেঁধে যায়
ওই দূর নীলাচলে
চলোনা বৃষ্টিধারায়
ভিজবো দু'জন মিলে
আজ এ মন জানালায় দাঁড়িয়ে
কে ডাকে, কে ডাকে?
বুকেরই চাপা আর্তনাদ
অস্ফুট ব্যাথা
হৃদয়ের শেষ দ্বারে কেউ
বলছে কথা
এ কেমন নির্ঘুম রাতে
নীল আলোয় ভরা
মন যেন আজ প্রহরী
নাড়ছে কড়া
কিছু কথা জমে যায়
আকাশ নীলে
আজ এ মন জানালায় দাঁড়িয়ে
কে ডাকে, কে ডাকে?
মেঘ ঢাকা বিকেলবেলা
ভেজা ভেজা পথে
একটু ভালোলাগা ক্ষণ
একসাথে যেতে
আমার এ কল্পনায়
এক কাঁচের বাড়ি
মাঝখানে শূন্য কোঠা
চলছে ঘড়ি
একাকী বসে এ মন
উঠে দোলে
আজ এ মন জানালায় দাঁড়িয়ে
কে ডাকে, কে ডাকে?
স্বপ্ন রঙের ছবি আঁকে
মেঘেরা দল বেঁধে যায়
ওই দূর নীলাচলে
চলোনা বৃষ্টিধারায়
ভিজবো দু'জন মিলে
আজ এ মন জানালায় দাঁড়িয়ে
কে ডাকে, কে ডাকে?

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar