Kishore Kumar Hits

Elita Karim - Brishti şarkı sözleri

Sanatçı: Elita Karim

albüm: Raaga


ধীরে ধীরে বৃষ্টি পরে
দেখি আমি আবেশি
বয়ে যাওয়া জলস্রোতে
আমার পায়ের জলছবি
শূন্য যেখানে শব্দময়
সেখানে তুমি
নিয়ন আলোর জলে পরে থাকা
এ কেমন জানি
বৃষ্টি ভেজা এ বেলায়
আমি তো স্বাধীন
রংধনু রঙের মেলায়
এলো নতুন দিন
বৃষ্টি ভেজা এ বেলায়
আমি তো স্বাধীন
রংধনু রঙের মেলায়
এলো নতুন দিন
ঝিরি ঝিরি বৃষ্টি পরে
ঘুমিয়ে পরে নগরী
অনাগত সময় স্রোতে
আঁকি আমি এ ছবি
শূন্য যেখানে শব্দময়
সেখানে তুমি
নিয়ন আলোর জলে পরে থাকা
এ কেমন জানি
বৃষ্টি ভেজা এ বেলায়
আমি তো স্বাধীন
রংধনু রঙের মেলায়
এলো নতুন দিন
বৃষ্টি ভেজা এ বেলায়
আমি তো স্বাধীন
রংধনু রঙের মেলায়
এলো নতুন দিন

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar