এই আঁধারের স্তব্ধতার মাঝে হেঁটে যাই দূরে কোথাও আমি চলে যাই সবকিছু ফেলে আমি ছুঁতে চাই আকাশটা সাদা মেঘে যেন উড়ে যাই আজ আমি ডানা মেলে চলে যাই সবকিছু ফেলে সেই তো পূর্ণিমা রাতে আমার এই হাত তোমার হাতে রাখবে তুমি আমায় বেঁধে বলেছিলে ভালোবেসে ♪ সুরে সুরে সুর মেলাবো বলে চোখে চোখ ফেরাবো বলে তোমার সাথে যাবো বলে হাসি আটকে আমার ঠোঁটের কোণে রঙে রঙে যায় মিশিয়ে ভালোবেসে যাই তোমাকে সেই তো পূর্ণিমা রাতে আমার এই হাত তোমার হাতে রাখবে তুমি আমায় বেঁধে বলেছিলে ভালোবেসে এভাবে জীবন আমার যায় চলে সবকিছু যেন যায় ভেসে উড়াল দেবো আমি আকাশে দেখি খোলা চোখে স্বপ্নে সেই তো পূর্ণিমা রাতে আমার এই হাত তোমার হাতে রাখবে তুমি আমায় বেঁধে বলেছিলে ভালোবেসে সেই তো পূর্ণিমা রাতে আমার এই হাত তোমার হাতে রাখবে তুমি আমায় বেঁধে বলেছিলে ভালোবেসে