এ যেন আমার, তোমার, আমাদেরই কথা
এ যেন আমার, তোমার, আমাদেরই কথা
সুন্দর সকাল, দুরন্ত দুপুর, কবিতায় বিকাল
মায়াবী রাত হয়ে যাক আমাদের, আমাদেরই সবার
এ যেন আমার, তোমার, আমাদেরই কথা
এ যেন আমার, তোমার, আমাদেরই কথা
♪
সাদা-কালো নয় (সাদা-কালো নয়)
নয় বাদামী (নয় বাদামী)
মরুভূমি নয়, নয় বরফ জমি
সাদা-কালো নয় (সাদা-কালো নয়)
নয় বাদামী (নয় বাদামী)
মরুভূমি নয়, নয় বরফ জমি
প্রেমের এই তরীতে হবে সবার ঠাঁই
কোনো এক ভোরেই পৌঁছে যাবো
যাবো মোহনায়
♪
দিন বদলের এই (দিন বদলের এই)
চিন্তা চেতনায় (চিন্তা চেতনায়)
পাশাপাশি আমরা সবাই এগুতে চাই
দিন বদলের এই (দিন বদলের এই)
চিন্তা চেতনায় (চিন্তা চেতনায়)
পাশাপাশি আমরা সবাই এগুতে চাই
এখানে সবাই রবো আনন্দ আলোয়
ঘুরে বেড়াবো স্বপ্নীল খেলায়
সুখের মেলায়
এ যেন আমার, তোমার, আমাদেরই কথা
এ যেন আমার, তোমার, আমাদেরই কথা
সুন্দর সকাল, দুরন্ত দুপুর, কবিতায় বিকাল
মায়াবী রাত হয়ে যাক আমাদের, আমাদেরই সবার
এ যেন আমার, তোমার, আমাদেরই কথা
এ যেন আমার, তোমার, আমাদেরই কথা
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri