কে প্রথম, কাকে বেশি ভালোবেসেছে? তুমি না আমি? কে প্রথম, কাকে বেশি ব্যথা দিয়েছে? তুমি না আমি? তুমি, তুমি, তুমি ভালোবেসেছো ব্যথাও দিয়েছো আমি যতটা হেসেছি ততটাই কেঁদেছি তুমি কি কখনো কেঁদেছো? কে প্রথম, কাকে বেশি ভালোবেসেছে? তুমি না আমি? কে প্রথম, কাকে বেশি ব্যথা দিয়েছে? তুমি না আমি? ♪ মেনে নিলাম ইচ্ছে করে কেউ কাউকে কষ্ট দেয় না কষ্ট যে পায় সে ছাড়া কেউ কষ্টের যন্ত্রণা বোঝে না ও, মেনে নিলাম ইচ্ছে করে কেউ কাউকে কষ্ট দেয় না কষ্ট যে পায় সে ছাড়া কেউ কষ্টের যন্ত্রণা বোঝে না আমি কষ্ট কী, বুঝেছি তুমি কি বুঝতে পেরেছো? তুমি, তুমি, তুমি ভালোবেসেছ ব্যথাও দিয়েছো আমি যতটা হেসেছি ততটাই কেঁদেছি তুমি কি কখনো কেঁদেছো? কে প্রথম, কাকে বেশি ভালোবেসেছে? তুমি না আমি? কে প্রথম, কাকে বেশি ব্যথা দিয়েছে? তুমি না আমি? ♪ নিজে নিজে প্রশ্ন করে দেখো আসলে ভুল ছিল কী? একটাই ভুল, যে ভুলের কারণে হয়েছি নিঃস্ব একাকী ও, নিজে নিজে প্রশ্ন করে দেখো আসলে ভুল ছিল কী? একটাই ভুল, যে ভুলের কারণে হয়েছি নিঃস্ব একাকী আমি নিঃস্ব যে হয়েছি তুমি কি নিঃস্ব হয়েছো? তুমি, তুমি, তুমি ভালোবেসেছো ব্যথাও দিয়েছো আমি যতটা হেসেছি ততটাই কেঁদেছি তুমি কি কখনো কেঁদেছো? কে প্রথম, কাকে বেশি ভালোবেসেছে? তুমি না আমি? কে প্রথম, কাকে বেশি ব্যথা দিয়েছে? তুমি না আমি? তুমি, তুমি, তুমি ভালোবেসেছো ব্যথাও দিয়েছো আমি যতটা হেসেছি ততটাই কেঁদেছি তুমি কি কখনো কেঁদেছো? কে প্রথম, কাকে বেশি ভালোবেসেছে? তুমি না আমি? কে প্রথম, কাকে বেশি ব্যথা দিয়েছে? তুমি না আমি?