Kishore Kumar Hits

Nachiketa - Dujon Manush Ghor Kore şarkı sözleri

Sanatçı: Nachiketa

albüm: Tirjak


দুজন মানুষ ঘর করে
দুজন মানুষ ছল করে
দুজন মানুষই লাভের আশায়
লোকসানে যোগফল করে
দুজন মানুষ ঘর করে
দুজন মানুষ প্রেম করে
পরস্পরের হাত ধরে
দুজন মানুষই দু পথ ধরে
সময় যখন ভর করে
দুজন মানুষ শপথ করে
আকাশ জমিন গায়ে মাখার
দুজন মানুষ দুপ্রান্তে
ফুরসত নেই, কারো কাউকে ডাকার
দুজন মানুষ জীবন জুড়ে নীল স্বপ্নের নেশা করে
দুজন মানুষই স্বপ্ন ভাঙ্গে ধনুক ভাঙ্গা পণ করে
দুজন মানুষ ভেসে বেড়ায় সপ্তসুখের এক দরিয়ায়
দুজন মানুষ নজর এড়ায় পারস্পরিক বিপন্নতায়
দুজন মানুষ ঝগড়া করে সুখে থাকার বাসনায়
দুজন মানুষই হয়ত কাঁদে সুখে থাকার ভান করে

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar