Kishore Kumar Hits

Nachiketa - Amar Sona Chander Kona şarkı sözleri

Sanatçı: Nachiketa

albüm: Tirjak


আমার সোনা চাদের কনা
আর কি কি বলবো
আমার সোনা চাদের কনা
আর কি কি বলবো
ডাক্তার উকিল তো নয়
তোকে মন্ত্রী বানাবো
মন্ত্রী বানাবোরে তোকে মন্ত্রী বানাবো
তারপরে চার পুরুষ বসে বসে খাবো
মন্ত্রীর ছেলে হলে শিল্পপতি হওয়া যায়
মন্ত্রীর বাবা হয়ে গোটা দেশটা চালাবো
গোটা দেশটা চালাবোরে শিল্পপতি কি হবো
একদিন তোর মা ছাড়া সবার পতি হবো
মন্ত্রী হওয়া সোজা সবচে' মন্ত্রী হওয়া সোজা
পড়াশোনার বালাই নেইকো শুধু ফন্দি ফিকির খোজা
মন্ত্রী হলেই আমলারা তোর করে দেবে কাজ
তোর কাজ শুধু ধরা জনদরদীর সাজ
এসব আগে থেকেই রিহার্সেল করে রাখবো
এসব আগে থেকেই রিহার্সেল করে রাখবো
দরকার হলে প্রাইভেট টিউটর 'এক্স মন্ত্রী' রাখবো
চুরি করনা করনা চুরি করনা অগুনতি
পশু খাদ্য কেলেঙ্কারীর পরও কেউ হয় রেলমন্ত্রী
কি আর হবে বড়জোর বসবে কমিশন
সবাই জানি সে কমিশনের নেই কনক্লুশন
ওরে গালাগালি একটু নাহয় খাবি তাতে কি
ওরে মরা মানুষের চুল ছিড়লে তাতে ওজন কমে কি

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar