একদিন ঘুম ভাঙা শহরে মায়াবী সন্ধ্যায় চাঁদ জাগা এক রাতে একটি কিশোর ছেলে একাকী স্বপ্ন দেখে হাসি আর গানে সুখের ছবি আঁকে আহা কী যে সুখ! একদিন ঘুম ভাঙা শহরে মায়াবী সন্ধ্যায় চাঁদ জাগা এক রাতে ♪ স্বপ্নরা হারিয়ে যায় সময়ের সাগরে ব্যথার আবিরে কবিতা আঁধারে হারায় ভাবনার ফুল ঝরে ঝরে যায়, আহা জীবনের গান হয় না সুরে গাওয়া একদিন ঘুম ভাঙা শহরে মায়াবী সন্ধ্যায় চাঁদ জাগা এক রাতে ♪ ছবি সব বিমূর্ত হয় যায় না, বোঝা যায় না আশার ঝরনা পায় না সুখের ঠিকানা হতাশা শুধু সাথি হয়ে যায় আহা সে কিশোর এবার জীবন ছেড়ে পালায় একদিন ঘুম ভাঙা শহরে মায়াবী সন্ধ্যায় চাঁদ জাগা এক রাতে একটি কিশোর ছেলে একাকী স্বপ্ন দেখে হাসি আর গানে সুখের ছবি আঁকে আহা কী যে সুখ! একদিন- হো একদিন- হো একদিন- হো একদিন- হো