Kishore Kumar Hits

LRB - Tomar Chithi şarkı sözleri

Sanatçı: LRB

albüm: LRB 2


তোমার চিঠি পেয়েছি আজ এখনই
জানি সেই চিঠি আসবেই
তবে এতো সহসাই তা ভাবিনি
তোমার চিঠি পেয়েছি আজ এখনই
তোমার চিঠি পেয়েছি আজ এখনই
তোমার চিঠি পেয়েছি আজ এখনই
কি যে আছে লেখা ঐ চিঠির বুকে
সেইতো আমি আগেই জানি
আমার হৃদয় ভাঙার খবর
তোমার কাছ থেকে পেতে চাইনি
তাই বুঝি এক অজানা ভয়ে
ঐ চিঠি আমি খুলিনি
তোমার চিঠি পেয়েছি আজ এখনই
জানি সেই চিঠি আসবেই
তবে এতো সহসাই তা ভাবিনি
তোমার চিঠি পেয়েছি আজ এখনই
তোমার চিঠি পেয়েছি আজ এখনই
তোমার চিঠি পেয়েছি আজ এখনই
ভাবি শুধু এ জীবন তুমি বিহীন
কি করে কাটবে আমার এই দিন
তখনই দরজায় করধ্বনি শুনি
চমকে ফিরে আসি ভাবনা থেকে
কে এলো ঐ আমার কাছে
যেই ভাঙা মন নিয়ে বসে আছে
তোমার চিঠি পেয়েছি আজ এখনই
জানি সেই চিঠি আসবেই
তবে এতো সহসাই তা ভাবিনি
তোমার চিঠি পেয়েছি আজ এখনই
তোমার চিঠি পেয়েছি আজ এখনই
তোমার চিঠি পেয়েছি আজ এখনই
দুয়ার খুলেই দেখি সমুখে তুমি
অতি চেনা সেই হাসিটি মুখে
চিরপরিচিতা সেই আমারই তুমি
মুখ ভার করে বললে আমাকে
"কি হলো তোমার, কেনো তুমি
আমার চিঠি কি আজও পাওনি"
তোমার চিঠি পেয়েছি আজ এখনই
জানি সেই চিঠি আসবেই
তবে এতো সহসাই তা ভাবিনি
তোমার চিঠি পেয়েছি আজ এখনই
তোমার চিঠি পেয়েছি আজ এখনই
তোমার চিঠি পেয়েছি আজ এখনই
তোমার চিঠি পেয়েছি আজ এখনই
তোমার চিঠি পেয়েছি আজ এখনই

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar