Kishore Kumar Hits

LRB - Jokhon Kokhono şarkı sözleri

Sanatçı: LRB

albüm: Ghumonto Shohore


যখন কখনো আমি নেই
সময়ের ব্যস্ততা ঠিকই আছে
যখন কখনো তুমি নেই
জীবন যেন জমে থাকা বরফেই
যখন তুমি, আমি কেউ নেই
পৃথিবী বেঁচে শুধু গতির আবেগেই
যখন তুমি, আমি কেউ নেই
পৃথিবী বেঁচে শুধু গতির আবেগেই
যখন অনুভূতি সব হারানো
তবুও শব্দহীন হৃদয় থাকে
যখন ঘুমগুলো সব পালানো
স্বপ্নগুলো ঠিকই জেগে আছে
যখন তাই সুখের রংধনু জাগে
আঁধার নামে কারো আকাশে
যখন তাই সুখের রংধনু জাগে
আঁধার নামে কারো আকাশে

যখন কখনো হয় নতুন প্রেম
পুরোনো ঘৃণাও যেন ফিরে আসে
যখন সবাই শুধু দুঃখে ভাসে
সুখ তখনো জীবনকে ডাকে
যখন তাই সবাই ঘরে ফেরে
কেউ একজন শুধু ঘর ছাড়ে
যখন তাই সবাই ঘরে ফেরে
কেউ একজন শুধু ঘর ছাড়ে
যখন আমার সবই আছে
তখন আমার কিছু নেই
যখন আমার কিছু নেই
তখন আমার সবই আছে

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar