Kishore Kumar Hits

LRB - Baily Road şarkı sözleri

Sanatçı: LRB

albüm: Ghumonto Shohore


কাকরাইল পার হয়ে
শান্তিনগরের চৌরাস্তা থেকে প্রথম বাঁয়ে
এসে গেছি আমি
বেইলী রোডে
বেইলী রোডে
কাকরাইল পার হয়ে
শান্তিনগরের চৌরাস্তা থেকে প্রথম বাঁয়ে
এসে গেছি আমি
বেইলী রোডে
বেইলী রোডে
ঢুকলেই চোখে পড়ে girl's school
দোকানে সাজানো আছে বিক্রির ফুল
মিস্টার বার্গার সিঁড়িতে আড্ডা
মারুফ, রবি আর সুজয় ওরা
মামার পিয়াজু জুড়ে প্রচণ্ড ভিড়
সস্তা খাবারেই স্বপ্নের নীড়
তাঁতের শাড়ির বুঝি শেষ নেই দেশে
দুইতলা-তিনতলা শাড়ির দোকানে, আহ

সুইস প্লাস-এ একটু ঢুঁ মেরে দেখি
Competition চলে, কে সুন্দরি বেশি
সাগর পাবলিশার্স-এ অনেকেই ঢোকে
কেউ কেউ অকারণে ঘোরাঘুরি করে
মনে হয় সর্বদা উৎসব চলে
শান্তি নিকেতনি bag কারো কাঁধে
Art-culture সব যেন এইখানে
নাটক দলের সব কর্মীর ভিড়ে
আসলে ওরা সবাই broad minded
Dating এর অপেক্ষায় life or dead
ইউরো হাটের কেনা chicken fry
Tinted lancer-এ বসে চলো খাই

কাকরাইল পার হয়ে
শান্তিনগরের চৌরাস্তা থেকে প্রথম বাঁয়ে
এসে গেছি আমি
বেইলী রোডে
বেইলী রোডে
বেইলী রোডে
বেইলী রোডে
বেইলী রোডে
বেইলী রোডে
বেইলী রোডে
বেইলী রোডে
বেইলী রোডে
রোডে, রোডে, রোডে

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar