Kishore Kumar Hits

LRB - Shabdhan şarkı sözleri

Sanatçı: LRB

albüm: Capsule 500mg


আবেগগুলো গুনে গুনে
যখন কারো খোঁজে আমি
আবেগগুলো খুচরো পয়সার মতো
শুধু জানান দেয় আছি আছি
উৎসবের আয়োজনে প্রাণহীন এই শহরে
কে যেন বিবেক হয়ে
পেছন থেকে বলে ওঠে
আবেগগুলো খরচ করো
সাবধানে, সাবধানে, সাবধানে
আবেগগুলো খরচ করো
সাবধানে, সাবধানে, সাবধানে
মুখোশ আর খোলস নিয়ে
আজও বেঁচে আছে প্রেম
কেউ নেই তার আপন
তার কাছেই জানলেম
প্রেমিক-প্রেমিকার হৃদয়ে নড়বড়ে সাঁকো
ভীত কণ্ঠে হুঁশিয়ার করে যায় তাই অবিরত
আবেগগুলো খরচ করো
সাবধানে, সাবধানে, সাবধানে
আবেগ গুলো খরচ করো
সাবধানে, সাবধানে, সাবধানে
বেহিসেবি স্বপন আমার
হিসেবের ছকে
খুঁজে ফেরে বুকখানি তার
এলোমেলো আবেগে
আবেগি অভিমানে
মৃত প্রেমের শব্দ
ভীত কণ্ঠে হুঁশিয়ার করে যায় তাই অবিরত
আবেগগুলো খরচ করো
সাবধানে, সাবধানে, সাবধানে
আবেগগুলো খরচ করো
সাবধানে, সাবধানে, সাবধানে
আবেগগুলো গুনে গুনে
যখন কারো খোঁজে আমি
আবেগগুলো খুচরো পয়সার মতো
শুধু জানান দেয় আছি আছি
উৎসবের আয়োজনে প্রাণহীন এই শহরে
কে যেন বিবেক হয়ে
পেছন থেকে বলে ওঠে
আবেগগুলো খরচ করো
সাবধানে, সাবধানে, সাবধানে
আবেগগুলো খরচ করো
সাবধানে, সাবধানে, সাবধানে

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar