জনপদ এখন ঘুমিয়ে পড়েছে
বাতাসে তোমার স্মৃতি
আকাশে আমার বেদনা জমেছে
যেটুকু লুকিয়ে রাখি
দুঃখিনী এই রাতে হায়
বিষাদ ছুঁয়েছে আমায়
দুঃখিনী এই রাতে হায়
বিষাদ ছুঁয়েছে আমায়
দুঃখিনী এই রাতে
বিষাদ ছুঁয়েছে আমায়
♪
পরিত্যক্ত হয়েছে আজ পথ
পূর্ণিমায় আলোকিত নগর
সুখের ছোঁয়ায় ঘুমন্ত সব
ব্যথায় ভরা শুধু আমার এই ঘর
দুঃখিনী এই রাতে হায়
বিষাদ ছুঁয়েছে আমায়
দুঃখিনী এই রাতে হায়
বিষাদ ছুঁয়েছে আমায়
♪
আমার ব্যথা নিয়ে বোবা আকাশ
আজ সেজেছে তারায় তারায়
চোখের নোনা জলে তোমার স্মৃতি
যেন লেখা আছে নীরব ভাষায়
দুঃখিনী এই রাতে হায়
বিষাদ ছুঁয়েছে আমায়
দুঃখিনী এই রাতে হায়
বিষাদ ছুঁয়েছে আমায়
জনপদ এখন ঘুমিয়ে পড়েছে
বাতাসে তোমার স্মৃতি
আকাশে আমার বেদনা জমেছে
যেটুকু লুকিয়ে রাখি
দুঃখিনী এই রাতে হায়
বিষাদ ছুঁয়েছে আমায়
দুঃখিনী এই রাতে হায়
বিষাদ ছুঁয়েছে আমায়
দুঃখিনী এই রাতে
বিষাদ ছুঁয়েছে আমায়
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri