মধ্য রাতে মাথার উপর চাঁদ টাকে একা পাই চাঁদ ছাড়া যে আমার আর অন্য কোনো মামা নাই মধ্য রাতে মাথার উপর চাঁদ টাকে একা পাই চাঁদ ছাড়া যে আমার আর অন্য কোনো মামা নাই সুখতলি ক্ষয়ে গেছে ছিঁড়ে গেছে জামা একটা চাকরি হবে চাঁদ মামা? সুখতলি ক্ষয়ে গেছে ছিঁড়ে গেছে জামা একটা চাকরি হবে চাঁদ মামা? ও চাঁদ মামা একটা চাকরি হবে মামা? ও চাঁদ মামা একটা চাকরি হবে মামা? ও চাঁদ মামা একটা চাকরি হবে মামা? ও চাঁদ মামা একটা চাকরি হবে মামা? ♪ নিজের ছায়া নিজের কাছে কেমন যেনো অচেনা লাগে ছায়া যেনো অন্য মানুষ চলে শুধু আমার আগে সুখতলি ক্ষয়ে গেছে ছিঁড়ে গেছে জামা একটা চাকরি হবে চাঁদ মামা? সুখতলি ক্ষয়ে গেছে ছিঁড়ে গেছে জামা একটা চাকরি হবে চাঁদ মামা? ও চাঁদ মামা একটা চাকরি হবে মামা? ও চাঁদ মামা একটা চাকরি হবে মামা? ও চাঁদ মামা একটা চাকরি হবে মামা? ও চাঁদ মামা একটা চাকরি হবে মামা? ♪ পথে আমায় কেউ চিনেনা অনেক লোকের অনেক ভীড়ে আমার আশা কেঁদে মরে অবহেলায় শূন্য নীড়ে সুখতলি ক্ষয়ে গেছে ছিঁড়ে গেছে জামা একটা চাকরি হবে চাঁদ মামা? সুখতলি ক্ষয়ে গেছে ছিঁড়ে গেছে জামা একটা চাকরি হবে চাঁদ মামা? ও চাঁদ মামা একটা চাকরি হবে মামা? ও চাঁদ মামা একটা চাকরি হবে মামা? ও চাঁদ মামা একটা চাকরি হবে মামা? ও চাঁদ মামা একটা চাকরি হবে মামা? ♪ মধ্য রাতে মাথার উপর চাঁদ টাকে একা পাই চাঁদ ছাড়া যে আমার আর অন্য কোনো মামা নাই মধ্য রাতে মাথার উপর চাঁদ টাকে একা পাই চাঁদ ছাড়া যে আমার আর অন্য কোনো মামা নাই সুখতলি ক্ষয়ে গেছে ছিঁড়ে গেছে জামা একটা চাকরি হবে চাঁদ মামা? সুখতলি ক্ষয়ে গেছে ছিঁড়ে গেছে জামা একটা চাকরি হবে, চাঁদ মামা? ও চাঁদ মামা একটা চাকরি হবে মামা? ও চাঁদ মামা একটা চাকরি হবে মামা? ও চাঁদ মামা একটা চাকরি হবে মামা? ও চাঁদ মামা একটা চাকরি হবে মামা?