Kishore Kumar Hits

LRB - Lokjon Kome Geche şarkı sözleri

Sanatçı: LRB

albüm: Dhun


বাপ মরা অসহায় একটি ছেলে
ঘরকুনো স্বভাবের, পড়ুয়া সে যে
খোঁজ নেই এলাকার দুর্ঘটনায়
থমথমে চারিদিক সন্ধ্যাবেলায়
দলাদলি, রেষারেষি, ফলাফল খুন
এলাকায় এলোমেলো সবার জীবন
লোকজন কমে গেছে রাস্তাঘাটে
ধরাধরি চলছে সমানতালে
লোকজন কমে গেছে রাস্তাঘাটে
ধরাধরি চলছে সমানতালে

স্বপ্নটা ভেঙ্গে গেলো সেই ছেলের
নিরপরাধ হয়েও অপরাধী হয়েছে
সবাই জানে ফিরে আসবে একদিন
টকটকে লাল চোখজোড়া ক্ষোভ নিয়ে
দলাদলি রেষারেষি আবার শুরু হবে
আবারও শান্ত কোনো ছেলে চলে যাবে জেলে
লোকজন কমে গেছে রাস্তাঘাটে
ধরাধরি চলছে সমানতালে
লোকজন কমে গেছে রাস্তাঘাটে
ধরাধরি চলছে সমানতালে

প্রতীক্ষায় বসে আছে তার মা
ছেলের ফেরার পথে তাকিয়ে থাকা
হঠাৎ বুকেতে জাগে ভীষণ ব্যথা
অশুভ চিন্তায় নামে হৃদয়ে কাঁদা
ব্যাকুল মায়ের মন মানে না বারণ
কোথায় হারিয়েছে তার আপনজন
প্রতীক্ষায় বসে আছে তার মা
ছেলের ফেরার পথে তাকিয়ে থাকা
ব্যাকুল মায়ের মন মানে না বারণ
কোথায় হারিয়েছে তার আপনজন

প্রতীক্ষায় বসে আছে তার মা
ছেলের ফেরার পথে তাকিয়ে থাকা
হঠাৎ বুকেতে জাগে ভীষণ ব্যথা
অশুভ চিন্তায় নামে হৃদয়ে কাঁদা
ব্যাকুল মায়ের মন মানে না বারণ
কোথায় হারিয়েছে তার আপনজন
ব্যাকুল মায়ের মন মানে না বারণ
কোথায় হারিয়েছে তার আপনজন
ব্যাকুল মায়ের মন মানে না বারণ
কোথায় হারিয়েছে তার আপনজন
লোকজন কমে গেছে রাস্তাঘাটে
ধরাধরি চলছে সমানতালে

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar