কেন দূরে গিয়ে ফিরে এলে পুরোনো সেই ঠিকানায় অভিযোগ নিয়ে চলে গেলে, বোঝোনি সেদিন আমায় পথ ভুল করে ভাঙা ঘরে এসেছ কীসের মায়ায় বুকের ক্ষত গভীর এত, অনুভূতি পাথর হয়ে যায় ♪ কবিতার সুখ, সেই প্রিয় মুখ আজ এই মনে জাগায় বেদনা উত্তাল তুমি-আমি নেই, আর চেনা সেই যাও ফিরে যাও যেখানে সুখের মায়াজাল বরষার ঢেউ দেখলো না কেউ আকাশের রোদে তুমিও ভেজালে হৃদয় জোছনার বন, সুরের আলাপন সব কিছুতেই লুকানো এক ভয় ♪ কেন দূরে গিয়ে ফিরে এলে পুরোনো সেই ঠিকানায় অভিযোগ নিয়ে চলে গেলে, বোঝোনি সেদিন আমায় পথ ভুল করে ভাঙা ঘরে এসেছ কীসের মায়ায় না বলা ব্যথা বাড়ায় নীরবতা যে সময় দাঁড়িয়ে ছিলাম আমি তোমার দরজায় হয়ে অসহায় অচেনা মোহে, মিছে কলহে সে সময় তুমি হারালে সুদূর অজানায় ফেলে আসা দিন যেন সীমাহীন অমাবস্যা নিয়ে আসে চোখের দাওয়ায় বড়ো ভালো সেই তুমি কাছে নেই হারানোর ভয় জাগে না চৈতালি হাওয়ায় একা হলে খুব, তুমি দিয়ো ডুব জনহীন শুকনো মরুর অববাহিকায় ♪ বিশ্বাস যদি ভেঙে যায় হঠাৎ মাঝপথে এসে নিজেকেই অপরাধী ভেবে চলি মেঘের স্রোতে ভেসে কেন এতদিন পরে আবারও কাছে এসে ফিরে সব এলোমেলো করে ঝড় তুলেছ সাজানো নীড়ে ♪ যে সময় দাঁড়িয়ে ছিলাম আমি তোমার দরজায় হয়ে অসহায় অচেনা মোহে, মিছে কলহে সে সময় তুমি হারালে... কেন দূরে গিয়ে ফিরে এলে পুরোনো সেই ঠিকানায় অভিযোগ নিয়ে চলে গেলে, বোঝোনি সেদিন আমায়