বেদনা, যখনই ছুঁয়ে যাও পাথর নয়ন
শুরু হয় অশ্রুনদীর বরফ গলা
বেদনা, যখনই হয়ে যাও ক্লান্ত চরণ
থেমে যায় ক্লান্তিবিহীন পথচলা
তবু ছাড়িনি, ছাড়তে পারিনি
ভালোবাসার মমতা
তোমাকে হারিয়ে, কাছে না পেয়ে
ছুঁবো কষ্টের বিশালতা
বেদনা...
♪
এই মন যখন ভীষণ অবচেতন
সারাক্ষণ অবিরাম স্মৃতি রোমন্থন
সন্ধ্যাতে ব্যাকুল রাতে ভাঙে স্বপন
ভুলের অতল জলে আজও অবগাহন
বেদনা, যখনই ছুঁয়ে যাও পাথর নয়ন
শুরু হয় অশ্রুনদীর বরফ গলা
বেদনা...
♪
এ জীবন জুড়ে এখন দুঃখ যাপন
অকারণ সময় গুনে ব্যথার অনুরণন
ভুল পথে তোমার সাথে বিচরণ
তাই ফিরে এলো ফিরে যাবার সন্ধিক্ষণ
বেদনা, যখনই ছুঁয়ে যাও পাথর নয়ন
শুরু হয় অশ্রুনদীর বরফ গলা
বেদনা, যখনই হয়ে যাও ক্লান্ত চরণ
থেমে যায় ক্লান্তিবিহীন পথচলা
তবু ছাড়িনি, ছাড়তে পারিনি
ভালোবাসার মমতা
তোমাকে হারিয়ে, কাছে না পেয়ে
ছুঁবো কষ্টের বিশালতা
বেদনা...
বেদনা...
বেদনা...
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri