বান্দা (বান্দা)
তিন বান্দা (তিন বান্দা)
মাটির পায়ে, মাটির নিচে নামায় বান্দা
বান্দা (বান্দা)
তিন বান্দা (তিন বান্দা)
মাটির পায়ে, মাটির নিচে নামায় বান্দা
বান্দা (বান্দা)
বান্দা (বান্দা)
মাটির পায়ে, মাটির নিচে নামায় বান্দা
বান্দা (বান্দা)
বান্দা (বান্দা)
মাটির পায়ে, মাটির নিচে নামায় বান্দা
♪
মাটিধরা আলখেল্লায় আগাগোড়া মোড়া মুর্দা
জিঞ্জির পিঞ্জির রুহু নাই, মাটির ওয়ারিশ গোমড়া
মাটিধরা আলখেল্লায় আগাগোড়া মোড়া মুর্দা
জিঞ্জির পিঞ্জির রুহু নাই, মাটির ওয়ারিশ গোমড়া
তিন বান্দার হাতে ইহজন্মের ষষ্টি
তিন বান্দার হাতে ইহজন্মের ষষ্টি
শোধবোধ হয় এক বান্দা
বান্দা (বান্দা)
তিন বান্দা (তিন বান্দা)
মাটির পায়ে, মাটির নিচে নামায় বান্দা
বান্দা (বান্দা)
বান্দা (বান্দা)
মাটির পায়ে, মাটির নিচে নামায় বান্দা
♪
মাটিভরা অন্ধ ঘরের নাই কোনো সুরাহা
তপ্ত রোদ্দুর উড়ে উড়ে আসে, মাটির সাওয়াল পয়লা
মাটিভরা অন্ধ ঘরের নাই কোনো সুরাহা
তপ্ত রোদ্দুর উড়ে উড়ে আসে, মাটির সাওয়াল পয়লা
তিন বান্দার কেউ আর শুনে নাই কোনো হারজিত
তিন বান্দার কেউ আর শুনে নাই কোনো হারজিত
জবাব দেয় একা বান্দা
বান্দা (বান্দা)
তিন বান্দা (তিন বান্দা)
মাটির পায়ে, মাটির নিচে নামায় বান্দা
বান্দা (বান্দা)
তিন বান্দা (তিন বান্দা)
মাটির পায়ে, মাটির নিচে নামায় বান্দা
বান্দা (বান্দা)
বান্দা (বান্দা)
মাটির পায়ে, মাটির নিচে নামায় বান্দা
বান্দা (বান্দা)
বান্দা (বান্দা)
মাটির পায়ে, মাটির নিচে নামায় বান্দা
বান্দা (বান্দা)
তিন বান্দা (তিন বান্দা)
বান্দা (বান্দা)
তিন বান্দা (তিন বান্দা)
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri