কোন কারণে এসেছি এই দুনিয়ায় শুধু মালিকেই তা জানে কোন কারণে এসেছি এই দুনিয়ায় শুধু মালিকে তা জানে মাটির ঘরখানি, চামড়ার ছাউনি রন্ধ্রে রন্ধ্রে জোড়া তাহার মাঝে মনচোরা পাখি পাখি ছুটিলে দেয় না ধরা তাহার মাঝে মনচোরা পাখি পাখি ছুটিলে দেয় না ধরা শিশুকাল কাটিলো, যৌবনও আসিলো চুল পাকিলো, দাঁতও পড়িলো শিশুকাল কাটিলো, যৌবনও আসিলো চুল পাকিলো, দাঁতও পড়িলো ♪ মনের ভেতর যে মন আছে সে মনের খবর কে রাখে? মনের ভেতর যে মন আছে সে মনের খবর কে রাখে? তাই তো বলি, ওরে, খুঁজে নে তারে হারিয়ে না যায় যেন সময়ের ফেরে তাই তো বলি, ওরে, খুঁজে নে তারে হারিয়ে কেঁদো না বসে বসে তাহার মাঝে মনচোরা পাখি পাখি ছুটিলে দেয় না ধরা তাহার মাঝে মনচোরা পাখি পাখি ছুটিলে দেয় না ধরা শিশুকাল কাটিলো, যৌবনও আসিলো চুল পাকিলো, দাঁতও পড়িলো শিশুকাল কাটিলো, যৌবনও আসিলো চুল পাকিলো, দাঁতও পড়িলো ♪ বয়স যাইবে, এ দেহ যাইবে মাটির সনে কথা কইবে এত বড়ো দুনিয়ায় কত মানুষ আছে কে কার খবর রাখে তাই তো বলি, ওরে, খুঁজে নে তারে হারিয়ে না যায় যেন সময়ের ফেরে তাই তো বলি, ওরে, খুঁজে নে তারে হারিয়ে কেঁদো না বসে বসে তাহার মাঝে মনচোরা পাখি পাখি ছুটিলে দেয় না ধরা তাহার মাঝে মনচোরা পাখি পাখি ছুটিলে দেয় না ধরা শিশুকাল কাটিলো, যৌবনও আসিলো চুল পাকিলো, দাঁতও পড়িলো শিশুকাল কাটিলো, যৌবনও আসিলো চুল পাকিলো, দাঁতও পড়িলো কোন কারণে এসেছি এই দুনিয়ায় শুধু মালিকে তা জানে মাটির ঘরখানি, চামড়ার ছাউনি রন্ধ্রে রন্ধ্রে জোড়া তাহার মাঝে মনচোরা পাখি পাখি ছুটিলে দেয় না ধরা তাহার মাঝে মনচোরা পাখি পাখি ছুটিলে দেয় না ধরা শিশুকাল কাটিলো, যৌবনও আসিলো চুল পাকিলো, দাঁতও পড়িলো শিশুকাল কাটিলো, যৌবনও আসিলো চুল পাকিলো, দাঁতও পড়িলো