চেনা মানুষ ব্যস্ত ভীষণ ব্যস্ত পৃথিবীতে এখন কেউ আর আগের মত আসে না খোঁজ নিতে ঘরের কোণে প্রহর গুনে একলা সময় কাটে স্মৃতির পথে ফেলে আসা স্বপ্ন আজও হাঁটে ♪ এক বিছানার একটা রুমে আর থাকা যায় কত আমায় নিয়ে কেউ ভাবে না ভাবনা হবার মত সংসারে সব দায়িত্ববোধ নিয়েছে কবেই ছুটি টেবিলে রাখা ওষুধগুলো বেঁচে থাকার খুঁটি ♪ ভালো থাকায় মন্দ থাকায় নেই ব্যবধান কোনো অসুখ শুধু এই দেহে নয়, অসুখে ভোগে মনও কাছের ভেবে কাছে ডাকার নেই প্রয়োজন কারো কেমন আছি জানতে চায় না কেউ একটিবারও চেনা মানুষ ব্যস্ত ভীষণ ব্যস্ত পৃথিবীতে এখন কেউ আর আগের মত আসে না খোঁজ নিতে ♪ নিভু নিভু চোখের আলো ঝাপসা হয়ে আসে আমায় নিয়ে উপর থেকে স্রষ্টা বুঝি হাসে এত মেঘের পরেও বাঁচার তৃষ্ণা আছে বেঁচে অবহেলা যদিও মন পাথর হয়ে গেছে ♪ পথের শেষে এসে দেখি অনেক হিসেব বাকি সারাজীবন যা করেছি তার পুরোটাই ফাঁকি পথের শেষে এসে দেখি অনেক হিসেব বাকি সারাজীবন যা করেছি তার পুরোটাই ফাঁকি ♪ চেনা মানুষ ব্যস্ত ভীষণ ব্যস্ত পৃথিবীতে এখন কেউ আর আগের মত আসে না খোঁজ নিতে