আবার যুদ্ধে যাব যদি দেখি দেশটা পরাধীন এই আবার গর্জে উঠবো যদি দেখি আমরা মুক্তিহীন পৃথিবী ভুলেনি সে কথা রক্ত দিয়ে কিনেছি স্বাধীনতা আবার শৃঙ্খল ভাঙব যদি আসে শত্রুর পদাঘাত এই আবার প্রহরী হবো যদি ডুবে যায় সূর্য প্রভাত মরতে শিখেছি যখন মরনে ভয় কি এখন হাজারো ত্যাগের পরে ছিনিয়ে এনেছি এই দেশটাকে এতো কান্নার শেষে হারাতে দেবো না দুঃখিনী মাকে মরতে শিখেছি যখন মরনে ভয় কি আর এখন পৃথিবী ভুলেনি সে কথা রক্ত দিয়ে কিনেছি স্বাধীনতা মনে আছে সেই ক্ষত করিনি তো মাথা নত মেনে নেইনি অবিচার মেনে নেইনি দাসত্ত্ব হাজারো ত্যাগের পরে ছিনিয়ে এনেছি এই দেশটাকে এতো কান্নার শেষে হারাতে দেবো না দুঃখিনী মাকে মরতে শিখেছি যখন মরনে ভয় কি আর এখন পৃথিবী ভুলেনি সে কথা রক্ত দিয়ে কিনেছি স্বাধীনতা মাগো তুমি ভয় পেও না আমরা ভুলেছি কান্না আমরা তোমারই সন্তান অন্যায় মানবনা মরতে শিখেছি যখন মরনে ভয় কি আর এখন