দুনিয়ার মানুষ যুদ্ধ বন্ধ করো দুনিয়ার মানুষ যুদ্ধ বন্ধ করো আর কত মৃত্যুর উৎসব চলবে আর কত শহর নগর জ্বলবে আর কত কাঁদবে নির্বাক বিশ্ব আর কত দেখতে হবে ধ্বংস দুনিয়ার মানুষ যুদ্ধ বন্ধ করো দুনিয়ার মানুষ যুদ্ধ বন্ধ করো ৫২ আর ৭১ দিয়ে গেছে বহু লাশ আজও সাক্ষী মহাকাল সাক্ষী ইতিহাস হিরোশিমা নাগাসাকি উড়ে গেছে এই উচ্ছ্বাস মনে আসলেই ভেঙ্গে যায় পাঁজরের বামপাশ তিতুমীরের বাঁশের কেল্লা ভেঙ্গে হায়নারা পলাশীর প্রান্তরে ঝড়ালো রক্তধারা সেই থেকে রক্তে ভেসেছে প্রতিবাদের অনল শান্তির খোঁজে আমরা হলাম মুক্তির পাগল দুনিয়ার মানুষ যুদ্ধ বন্ধ করো দুনিয়ার মানুষ যুদ্ধ বন্ধ করো যুদ্ধ মানে অজ্ঞাত লাশ বুলেট বিদ্ধ ভাইয়ের বুক কুমারী বোনের সম্ভ্রমহানি মানচিত্রে মলিন মুখ যুদ্ধ মানে অনেক প্রাণ তবুও দু'চোখ অশ্রুহীন খুনো খুনির এ মুক্ত মঞ্চ অনেক ত্যাগের অনেক ঋণ কি ক্ষতি বলো বিভেদ ভুলে আমরা যদি বদলে যাই একসাথে গাই আমরা সবাই যুদ্ধ নয় শান্তি চাই কি ক্ষতি বলো বিভেদ ভুলে আমরা যদি বদলে যাই একসাথে গাই আমরা সবাই যুদ্ধ নয় শান্তি চাই কি ক্ষতি বলো বিভেদ ভুলে আমরা যদি বদলে যাই একসাথে গাই আমরা সবাই যুদ্ধ নয় শান্তি চাই