শুভ্র ভোরে একাকী আমি ঘাসের বুকে
শিশিরে ভালোবাসা দেখেছি
আমিতো পাথর নীরব দ্বীপের মতো
হয়ে গেছি
শুভ্র ভোরে একাকী আমি ঘাসের বুকে
শিশিরে ভালোবাসা দেখেছি
আমিতো পাথর নীরব দ্বীপের মতো
হয়ে গেছি
♪
বুক ভরা এ বিরহ আঁধারে
স্বপ্নগুলো কুয়াশায় ভরে যায়
ভালোবাসাহীন জীবনে ছায়াহীন এই আমি
হারাতেই হারাতে চিনতেও পারিনি তোমায়
শুভ্র ভোরে একাকী আমি ঘাসের বুকে
শিশিরে ভালোবাসা দেখেছি
♪
সুখে ঘেরা অতীতের বাঁকে বাঁকে
তোমাকে পাওয়ার সুখ কত ছিল
তোমায় কাছে না পেয়ে শূন্য এই মন
তৃষ্ণায় যেন একাকার হয়ে গেল এ মন
শুভ্র ভোরে একাকী আমি ঘাসের বুকে
শিশিরে ভালোবাসা দেখেছি
আমিতো পাথর নীরব দ্বীপের মতো
হয়ে গেছি
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri