পরিত্যক্ত ডায়রিতে পড়ে আছে
এক'শ টা গান
পরিত্যক্ত ডায়রিতে পড়ে আছে
এক'শ টা গান
যেন ধূলোমাখা টেবিলে বিষন্ন খেয়ালে
এক'শ টা রাত্রি, এক'শ টা স্বপ্ন
এক'শ টা রাত্রি, এক'শ টা গান
ভেঙ্গেচূড়ে গেল
♪
চারিদিকে হতাশা
সুখের নেই কোন চিহ্ন
চারিদিকে হতাশা
সুখের নেই কোন চিহ্ন
তবুও বেদনার কবিতা নিয়ে
স্বপ্নের দিন কাটে এখনও
এক'শ টা রাত্রি, এক'শ টা স্বপ্ন
এক'শ টা রাত্রি, এক'শ টা গান
ভেঙ্গেচূড়ে গেল
♪
ভালবাসা বিবাগী
বিরহ বয় বুক চিড়ে
ভালবাসা বিবাগী
বিরহ বয় বুক চিড়ে
তবুও এ জীবন দুঃখ নিয়ে
কাটাই জীবন আশার তীরে
এক'শ টা রাত্রি, এক'শ টা স্বপ্ন
এক'শ টা রাত্রি, এক'শ টা গান
ভেঙ্গেচূড়ে গেল
পরিত্যক্ত ডায়রিতে পড়ে আছে
এক'শ টা গান
পরিত্যক্ত ডায়রিতে পড়ে আছে
এক'শ টা গান
যেন ধূলোমাখা টেবিলে বিষন্ন খেয়ালে
এক'শ টা রাত্রি, এক'শ টা স্বপ্ন
এক'শ টা রাত্রি, এক'শ টা গান
ভেঙ্গেচূড়ে গেল
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri