অবাক হৃদয় নিয়ে
থমকে আছি আমি
অনন্ত বিরহ তীরে
ফেরারী ছায়া পড়েছে
সাজানো স্বপ্ন জুড়ে
সাজানো স্বপ্ন জুড়ে
অবাক হৃদয় নিয়ে
থমকে আছি আমি
অনন্ত বিরহ তীরে
ফেরারী ছায়া পড়েছে
সাজানো স্বপ্ন জুড়ে
সাজানো স্বপ্ন জুড়ে
♪
অসময়ে শুনি আমি
সময়ের দীর্ঘনিঃশ্বাস
বাঁধভাঙা ভালোবাসা ভেঙে গেছে
তিলে তিলে গড়া সব বিশ্বাস
অসময়ে শুনি আমি
সময়ের দীর্ঘনিঃশ্বাস
বাঁধভাঙা ভালোবাসা ভেঙে গেছে
তিলে তিলে গড়া সব বিশ্বাস
একবুক তৃষ্ণা নিয়ে জানি আমার বসবাস
বিষণ্ন প্রান্তরে
সাজানো স্বপ্ন জুড়ে
সাজানো স্বপ্ন জুড়ে
♪
বহুদূরে ভেসে গেছে
উচ্ছ্বাসে ভরা উল্লাস
ফেলে আসা সব স্মৃতি রেখে গেছে
বিরহ মেঘে ঢাকা আকাশ
বহুদূরে ভেসে গেছে
উচ্ছ্বাসে ভরা উল্লাস
ফেলে আসা সব স্মৃতি রেখে গেছে
বিরহ মেঘে ঢাকা আকাশ
ঘুমহারা দৃষ্টি নিয়ে হারালো আমার জোছনা
হারিয়ে গেছে ভোরে
সাজানো স্বপ্ন জুড়ে
সাজানো স্বপ্ন জুড়ে
অবাক হৃদয় নিয়ে
থমকে আছি আমি
অনন্ত বিরহ তীরে
ফেরারী ছায়া পড়েছে
সাজানো স্বপ্ন জুড়ে
সাজানো স্বপ্ন জুড়ে
অবাক হৃদয় নিয়ে
থমকে আছি আমি
অনন্ত বিরহ তীরে
ফেরারী ছায়া পড়েছে
সাজানো স্বপ্ন জুড়ে
সাজানো স্বপ্ন জুড়ে
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri