আকাশ কাঁদে, বাতাস কাঁদে
দুঃখটা বেড়ে যায় সীমাহীন বিষাদে
আকাশ কাঁদে, বাতাস কাঁদে
দুঃখটা বেড়ে যায় সীমাহীন বিষাদে
আকাশ-বাতাস কাঁদে, তাই অন্বেষে
তোমাকে তবুও খুঁজে যাই ভালোবেসে
আকাশ কাঁদে, বাতাস কাঁদে
♪
দিন আসে, ও রাত আসে
আশাটাও ফিরে যায় নিরাশায় সবশেষে
দিন আসে, ও রাত আসে
আশাটাও ফিরে যায় নিরাশায় সবশেষে
আকাশ-বাতাস কাঁদে, তাই অন্বেষে
তোমাকে তবুও খুঁজে যাই ভালোবেসে
আকাশ কাঁদে...
♪
ঘুড়ি উড়ে, সুর ছিড়ে
সবকিছু উড়ে যায় বেহুলার পথ ধরে
ঘুড়ি উড়ে, সুর ছিড়ে
সবকিছু উড়ে যায় বেহুলার পথ ধরে
আকাশ-বাতাস কাঁদে, তাই অন্বেষে
তোমাকে তবুও খুঁজে যাই ভালোবেসে
আকাশ কাঁদে, বাতাস কাঁদে
দুঃখটা বেড়ে যায় সীমাহীন বিষাদে
আকাশ কাঁদে, বাতাস কাঁদে
দুঃখটা বেড়ে যায় সীমাহীন বিষাদে
আকাশ-বাতাস কাঁদে, তাই অন্বেষে
তোমাকে তবুও খুঁজে যাই ভালোবেসে
আকাশ কাঁদে (আকাশ কাঁদে), বাতাস কাঁদে
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri