Kishore Kumar Hits

Ayub Bachchu - Ural Debo Akashe şarkı sözleri

Sanatçı: Ayub Bachchu

albüm: Prem Tumi Ki ?


অভিলাসী আমি
অভিমানী তুমি
হাজারও সপ্ন নিয়ে সবকিছু ভুলে গিয়ে
পৃথিবীতে বসে আছি সংসার সাজিয়ে
জানে অন্তর্যামী
কেবা আগে পরে
সবাইকে একা করে চলে যাবো অন্ধ ঘরে
এই শহর গাড়ী বাড়ী কিছুই যাবে না
আর কত এভাবে আমাকে কাঁদাবে
আর বেশী কাঁদালে উড়াল দেব আকাশে
এই বুকে যন্ত্রনা বেশী সইতে পারি না
আর বেশী কাদালে উড়াল দেব আকাশে
অহংকারী মানুষ
উড়ায় রঙ্গিন ফানুস
টাকা ছাড়া তার দৃষ্টিতে
নেই কিছু আর পৃথিবীতে
জায়গা জমি কিনতে শুধু থাকে সে বেহুশ
জমিদার শুধু জানে
সব ব্যাটা তারে মানে
পৃথিবীটা তার দখলে সব কিছু তার কবলে
এক নিশ্বাসের বিশ্বাস নাই জমিদার কি জানে
আর কত এভাবে আমাকে কাদাবে
আর বেশী কাদালে উড়াল দেব আকাশে
এই বুকে যন্ত্রনা বেশী সইতে পারি না
আর বেশী কাদালে উড়াল দেব আকাশে
যখন যাবে চলে
কাকে যাবে বলে
কেউ যাবেনা সংগী হয়ে
পার পাবেনা পালিয়ে গিয়ে
সব কিছু শুধু ঘটে যাবে চোখের পলকে
হেরে যাবো আমি
হেরে যাবে তুমি
তাই বলে কেউ না জেনে
ব্যাথা দিয়োনা কারে মনে
কারো মনে দুঃখ দিয়ে সুখতো পাবে না
আর কত এভাবে আমাকে কাদাবে
আর বেশী কাদালে উড়াল দেব আকাশে
এই বুকে যন্ত্রনা বেশী সইতে পারি না
আর বেশী কাদালে উড়াল দেব আকাশে
অভিলাসী আমি
অভিমানী তুমি
হাজারও সপ্ন নিয়ে সবকিছু ভুলে গিয়ে
পৃখিবীতে বসে আছি সংসার সাজিয়ে
জানে অন্তর্যামী
কেবা আগে পরে
সবাইকে একা করে চলে যাবো অন্ধ ঘরে
এই শহর গাড়ী বাড়ী কিছুই যাবে না
আর কত এভাবে আমাকে কাদাবে
আর বেশী কাদালে উড়াল দেব আকাশে
এই বুকে যন্ত্রনা বেশী সইতে পারি না
আর বেশী কাদালে উড়াল দেব আকাশে

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar