কত দূরে, কত দূরে তুমি অভিমানে চলে গেছ, বন্ধু কথা ছিল একসাথে রাত শেষে প্রভাতে সূর্যের কাছ থেকে ছিনিয়ে আনবো সোনাঝরা দিন সূর্যটা ঠিকই আছে পাখিরাও গাছে গাছে শুধু তুমি নেই, তুমি নেই কত দূরে, কত দূরে, কত দূরে ♪ মনে পড়ে সেই লাটিম খেলা, রঙিন ঘুড়ি নিয়ে স্বপ্ন শুধু অবহেলা অনাদরে কাটানো কত যে অলস দুপুর আজ তুমি নেই, তুমি নেই কত দূরে, কত দূরে, কত দূরে ♪ মনে পড়ে সেই অঙ্ক স্যারের ক্লাসে নিলডাউনের ভয়ে স্কুল পালানো পথের ধুলোয় মিশে হাজার স্বপ্ন নিয়ে পথ হারানো আজ তুমি নেই, তুমি নেই কত দূরে, কত দূরে তুমি অভিমানে চলে গেছ, বন্ধু কথা ছিল একসাথে রাত শেষে প্রভাতে সূর্যের কাছ থেকে ছিনিয়ে আনবো সোনাঝরা দিন সূর্যটা ঠিকই আছে পাখিরাও গাছে গাছে শুধু তুমি নেই, তুমি নেই কত দূরে আমিও চলে যাবো তোমার মতো হঠাৎ করে তুমি থেকো দাঁড়িয়ে একলা ওপারে খোলা প্রান্তরে