Kishore Kumar Hits

Ayub Bachchu - Duniya şarkı sözleri

Sanatçı: Ayub Bachchu

albüm: Duti Mon


দুনিয়া
আইয়ুব বাচ্চু
ও দুনিয়ার মানুষ ও ভাই
আল্লাহ'র নাম লও সময় নাই
আসিলে ডাক যাইতে হবে ভাই
পুন্যের ভাগ বেশী হওয়া চাই
আছো তুমি দুনিয়াদারী নিয়ে
দম গেলে আসিবে বিপদ
বৌ ছেলে ভাই বোন হিসেব করতে বসবে
রাইখা গেলা কি সম্পদ
আন্ধার ঐ কবরে যাইতে হবে রে
দুদিন আগে আর পরে
ফেরেশতার আসর বইবো
ইহকালের খাতা খুলবো
কি পুন্য আন্ সো সাথে কি আনো নাই।।
কার মনে কষ্ট দিসো
কারে দিস গাল
কার ধন কইরা চুরি
হইসো লালে লাল।
চোখ বুইজা করস সবই
তার কাসে তোলা ছবি
বিচারে কোন ক্ষমা নাই
ভাবের মন উদয় হইব
তখনি সব ই মনে পরব
ঈমানের কথা শোন নাই।।
মা তোমার কাইন্দা কইবো
বাজান আমার নাই
মাটির পৃথিবী তুমি
ছাইড়া গেসো ভাই।
বাপ ভাইয়ে কান্ধে নিবো
ঠিকানার দিকে লইয়া যাইবো
সাদা কাফন বড়ই আপন অন্তিম সময়।।

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar