Kishore Kumar Hits

Ayub Bachchu - Ami Je Gunahgar şarkı sözleri

Sanatçı: Ayub Bachchu

albüm: Kafela


আমি যে গুনাহগার, অধম বান্দা তোমার
দয়া করো, হে প্রভু, আমারে
আমার এই জীবনটা রেখেছি তোমার পায়ে
ক্ষমা করো, হে প্রভু, আমারে
আমি যে গুনাহগার, অধম বান্দা তোমার
দয়া করো, হে প্রভু, আমারে
আমার এই জীবনটা রেখেছি তোমার পায়ে
ক্ষমা করো, হে প্রভু, আমারে

বুকে নাই শান্তি, সারা মনে ক্লান্তি
কোনো কিছু হয়নি করা এই জগতে হায়
বুকে নাই শান্তি, সারা মনে ক্লান্তি
কোনো কিছু হয়নি করা এই জগতে হায়
যা কিছু করেছি, না বুঝে করেছি
অবুঝ শিশু ভেবে ক্ষমা করে দাও
আমি যে গুনাহগার, অধম বান্দা তোমার
দয়া করো, হে প্রভু, আমারে
আমার এই জীবনটা রেখেছি তোমার পায়ে
ক্ষমা করো, হে প্রভু, আমারে

জন্ম-মৃত্যু সত্যি, বিশ্বাসে মুক্তি
সবকিছু তোমার হাতে, তুমি যে মহান
জন্ম-মৃত্যু সত্যি, বিশ্বাসে মুক্তি
সবকিছু তোমার হাতে, তুমি যে মহান
তুমি সর্বশক্তিমান, এ জীবন তোমার দান
মানুষের কী সাধ্য আছে করে অসম্মান
আমি যে গুনাহগার, অধম বান্দা তোমার
দয়া করো, হে প্রভু, আমারে
আমার এই জীবনটা রেখেছি তোমার পায়ে
ক্ষমা করো, হে প্রভু, আমারে
আমি যে গুনাহগার, অধম বান্দা তোমার
দয়া করো, হে প্রভু, আমারে
আমার এই জীবনটা রেখেছি তোমার পায়ে
ক্ষমা করো, হে প্রভু, আমারে

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar