Kishore Kumar Hits

Ayub Bachchu - Kemne Ashle Kemne Jabe şarkı sözleri

Sanatçı: Ayub Bachchu

albüm: Kafela


কেমনে আসলে কেমনে যাবে, কেউ তো জানে না
সবকিছু ঠিক তেমনি রবে, কিছুই যাবে না
ও, কেমনে আসলে কেমনে যাবে, কেউ তো জানে না
সবকিছু ঠিক তেমনি রবে, কিছুই যাবে না
রঙ্গমেলার এই দুনিয়া
পাইবে না ভাই আর খুঁজিয়া
ও, রঙ্গমেলার এই দুনিয়া
পাইবে না ভাই আর খুঁজিয়া
জানবে শুধু আপন তোমার কেউ তো যাবে না
বাবা-মা, ভাই-বোন কেউ তো যাবে না
টাকা-কড়ি, ধন-সম্পত্তি কিছুই যাবে না
চেনাজানা মানুষগুলো সঙ্গী হবে না

Engine ছাড়া গাড়ি হবে সঙ্গী তোমার, ভাই
শেষ ঠিকানায় থামবে গাড়ি, station master নাই
Engine ছাড়া গাড়ি হবে সঙ্গী তোমার, ভাই
শেষ ঠিকানায় থামবে গাড়ি, station master নাই
যেমনে তুমি আসলে ভবে তেমনে যাবে চলে
কিছু বুঝে উঠার আগে যেতে হবে চলে
রঙ্গমেলার এই দুনিয়া
পাইবে না ভাই আর খুঁজিয়া
রঙ্গমেলার এই দুনিয়া
পাইবে না ভাই আর খুঁজিয়া
জানবে শুধু আপন তোমার কেউ তো যাবে না
বাবা-মা, ভাই-বোন কেউ তো যাবে না
টাকা-কড়ি, ধন-সম্পত্তি কিছুই যাবে না
চেনাজানা মানুষগুলো সঙ্গী হবে না

দমের machine বন্ধ হবে খোদার ইশারায়
ডাক্তার-ওঝা-কবিরাজের কিছুই করার নাই
দমের machine বন্ধ হবে খোদার ইশারায়
ডাক্তার-ওঝা-কবিরাজের কিছুই করার নাই
যেমনে একা আসলে তুমি তেমনে যাবে চলে
কিছু বুঝে উঠার আগে যেতে হবে চলে
রঙ্গমেলার এই দুনিয়া
পাইবে না ভাই আর খুঁজিয়া
রঙ্গমেলার এই দুনিয়া
পাইবে না ভাই আর খুঁজিয়া
জানবে শুধু আপন তোমার কেউ তো যাবে না
বাবা-মা, ভাই-বোন কেউ তো যাবে না
টাকা-কড়ি, ধন-সম্পত্তি কিছুই যাবে না
চেনাজানা মানুষগুলো সঙ্গী হবে না
কেমনে আসলে কেমনে যাবে, কেউ তো জানে না
সবকিছু ঠিক তেমনি রবে, কিছুই যাবে না
ও, কেমনে আসলে কেমনে যাবে, কেউ তো জানে না
সবকিছু ঠিক তেমনি রবে, কিছুই যাবে না
রঙ্গমেলার এই দুনিয়া
পাইবে না ভাই আর খুঁজিয়া
রঙ্গমেলার এই দুনিয়া
পাইবে না ভাই আর খুঁজিয়া
জানবে শুধু আপন তোমার কেউ তো যাবে না
বাবা-মা, ভাই-বোন কেউ তো যাবে না
টাকা-কড়ি, ধন-সম্পত্তি কিছুই যাবে না
চেনাজানা মানুষগুলো সঙ্গী হবে না
জানবে শুধু আপন তোমার কেউ তো যাবে না
বাবা-মা, ভাই-বোন কেউ তো যাবে না
টাকা-কড়ি, ধন-সম্পত্তি কিছুই যাবে না
চেনাজানা মানুষগুলো সঙ্গী হবে না

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar