রিমঝিম রিমঝিম
বৃষ্টি পড়ে আজ সারা দুপুর
আকাশে রিমঝিম, রিমঝিম
বৃষ্টি পড়ে আজ সারা দুপুর
হৃদয় মাঝে নিরবে বাজে
ক্ষনে ক্ষনে মেঘের ওই নুপুর
হিমেল হাওয়াতে বিজলী স্রোতে
প্রিয় স্বপ্নেরা ভেসে যায় সূদুর
রিমঝিম রিমঝিম
বৃষ্টি পড়ে আজ সারা দুপুর
আকাশে রিমঝিম, রিমঝিম
বৃষ্টি পড়ে আজ সারা দুপুর
আধো আলো ছায়াতে
লুকোচুরি খেলাতে
মন আজ হয়েছে উদাসী
দিশেহারা আমাকে
কে যেন পিছু ডাকে
কাকে যেন ভালোবাসি
হৃদয় মাঝে নিরবে বাজে
ক্ষনে ক্ষনে মেঘের ওই নুপুর
হিমেল হাওয়াতে বিজলী স্রোতে
প্রিয় স্বপ্নেরা ভেসে যায় সূদুর
রিমঝিম রিমঝিম
বৃষ্টি পড়ে আজ সারা দুপুর
আকাশে রিমঝিম, রিমঝিম
বৃষ্টি পড়ে আজ সারা দুপুর
চেয়ে থাকি জানালায়
যতদূর চোখ যায়
মন বসে না কিছুতেই
ভেজা ভেজা অনুভব
এলোমেলো লাগে সব
আমার মাঝে আমি নেই
হৃদয় মাঝে নিরবে বাজে
ক্ষনে ক্ষনে মেঘের ওই নুপুর
হিমেল হাওয়াতে বিজলী স্রোতে
প্রিয় স্বপ্নেরা ভেসে যায় সূদুর
রিমঝিম রিমঝিম
বৃষ্টি পড়ে আজ সারা দুপুর
আকাশে রিমঝিম, রিমঝিম
বৃষ্টি পড়ে আজ সারা দুপুর
হৃদয় মাঝে নিরবে বাজে
ক্ষনে ক্ষনে মেঘের ওই নুপুর
হিমেল হাওয়াতে বিজলী স্রোতে
প্রিয় স্বপ্নেরা ভেসে যায় সূদুর
রিমঝিম রিমঝিম
বৃষ্টি পড়ে আজ সারা দুপুর
আকাশে রিমঝিম, রিমঝিম রিম
বৃষ্টি পড়ে আজ সারা দুপুর
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri