শৈশবে এক শান্ত শিশু, এরপর দুরন্ত বালক কৈশোরে বেপরোয়া কিশোর, পরে প্রতিবাদী এক যুবক যুদ্ধের আগুনে তিনি হারিয়েছেন একটি পা, একটি পা Crutch-এ ভর করে এখন তার চলাফেরা আর পারাপার '৭১-এর মুক্তিযোদ্ধা তিনি মেঘনাদ, মেঘনাদ, মেঘনাদ মজুমদার মেঘনাদ, মেঘনাদ, মেঘনাদ মজুমদার ♪ অস্ত্র ধরা হাতে বোবা স্বরে আজ স্বজনহারা অসহায় একজন শুধু পড়ে আছেন পঙ্গু পায়রার মতন আজ তিনি যেন ভারী এক বোঝা সমাজের সবার কাছে '৭১-এর মুক্তিযোদ্ধা তিনি মেঘনাদ, মেঘনাদ, মেঘনাদ মজুমদার মেঘনাদ, মেঘনাদ, মেঘনাদ মজুমদার ♪ উন্নত মম শির হয়ে গেছে নত অবসর থেকে পান অবহেলা যত স্বপ্ন যা ছিল সব হয়ে গেছে ব্যথা কখনো কখনো চাপা কষ্টে জ্বলে জ্বলে আবার ওঠে '৭১-এর মুক্তিযোদ্ধা তিনি মেঘনাদ, মেঘনাদ, মেঘনাদ মজুমদার মেঘনাদ, মেঘনাদ, মেঘনাদ মজুমদার শৈশবে এক শান্ত শিশু, এরপর দুরন্ত বালক কৈশোরে বেপরোয়া কিশোর, পরে প্রতিবাদী এক যুবক যুদ্ধের আগুনে তিনি হারিয়েছেন একটি পা, একটি পা Crutch-এ ভর করে এখন তার চলাফেরা আর পারাপার '৭১-এর মুক্তিযোদ্ধা তিনি মেঘনাদ, মেঘনাদ, মেঘনাদ মজুমদার মেঘনাদ, মেঘনাদ, মেঘনাদ মজুমদার মেঘনাদ, মেঘনাদ, মেঘনাদ মজুমদার মেঘনাদ, মেঘনাদ, মেঘনাদ মজুমদার