Kishore Kumar Hits

Ayub Bachchu - Kane Kane şarkı sözleri

Sanatçı: Ayub Bachchu

albüm: Mixed Album Super Hit Vol. 1


ইশারায় ডেকো না আমাকে কখনো
ইশারায় বলো না কখনো ভালোবাসো
কী চাও তুমি, বলে দাও আমায় কানে কানে
ভালোবাসি
মাঠ-বন-নদী একাকার করে
যদি চাও তুমি রেখে যাও
ইশারায় ডেকো না আমাকে কখনো
ইশারায় বলো না কখনো ভালোবাসো
কী চাও তুমি, বলে দাও আমায় কানে কানে
ভালোবাসি
মাঠ-বন-নদী একাকার করে
যদি চাও তুমি রেখে যাও

হৃদয়ের সীমানায় দাঁড়িয়ে দেখেছি
তুমি ছাড়া এ জীবন রাতেরই কাছাকাছি
কী পাও তুমি, বলে দাও আমায় দূর থেকে
ভালোবাসি
মাঠ-বন-নদী একাকার করে
যদি চাও তুমি রেখে যাও

টানটান অভিমান বুকেরই গভীরে
এখনো এলোমেলো করে দেয় কী করে
কী চাও তুমি, বলে দাও আমায় কাছে এসে
ভালোবাসি
মাঠ-বন-নদী একাকার করে
যদি চাও তুমি রেখে যাও
ইশারায় ডেকো না আমাকে কখনো
ইশারায় বলো না কখনো ভালোবাসো
কী চাও তুমি, বলে দাও আমায় কানে কানে
ভালোবাসি
মাঠ-বন-নদী একাকার করে
যদি চাও তুমি রেখে যাও

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar