কি যে ভালো লাগা, কি যে বিস্ময় প্রতিদিন নতুন মনে হয় কি যে মায়া, কি যে বাঁধন অযথা হেসে ওঠে মন কিছু তো জানে না আহা রে ভালোবাসা আমি পথ ভুলেছি আবার প্রেমে পড়েছি কি যে ভালো লাগা, কি যে বিস্ময় প্রতিদিন নতুন মনে হয় কি যে মায়া, কি যে বাঁধন অযথা হেসে ওঠে মন কিছু তো জানে না আহা রে ভালোবাসা আমি পথ ভুলেছি আবার প্রেমে পড়েছি একি সেই ঘোরে আমি মনে মনে জলে নামি একি সেই ভুলে আমি যেতে যেতে একা থামি ডুব-সাতারের খেলায় মেতেছি দূর পাহাড়ের ছায়ায় আসেছি, হুমম কিছু তো জানে না আহা রে ভালোবাসা আমি পথ ভুলেছি আবার প্রেমে পড়েছি কি যে ভালো লাগা, কি যে বিস্ময় প্রতিদিন নতুন মনে হয় কি যে মায়া, কি যে বাঁধন অযথা হেসে ওঠে মন কিছু তো জানে না আহা রে ভালোবাসা আমি পথ ভুলেছি আবার প্রেমে পড়েছি