Kishore Kumar Hits

Palash - Maa şarkı sözleri

Sanatçı: Palash

albüm: Lets play


শরীরের তাপমাত্রা এখন হয়তো একশো পাঁচ
সারা গায়ে মা-গো, লেগে আছে আজো
তোমারই হাতের অাঁচ!
তুমি যেন মা অাঁচল ভিজিয়ে মাথায় দিয়েছো জল
চোখ মেলে দেখি ছোট এই মেসে
বেদনার কোলাহল৷
এলোমেলো এই ব্যাচেলর লাইফ এলোমেলো বিছানায়_
একা পড়ে আছে তোমার ছেলে
মন কাঁদে হতাশায়৷
মা'গো মা, ও মা আমি তোমায় ছাড়া অসহায়!
প্রতি নিঃশ্বাসে, প্রতি ক্ষণে-ক্ষণে মনে পড়ে মা তোমায়৷
মা'গো মা, ও মা বড় সাধ জাগে ফিরে যেতে হায়
স্নেহ মমতায় বাধা সেই তোমার অাঁচল-ছায়ায়৷
ঘরে ফিরে মা-গো, তোমার হাতের রান্নার সেই ঘ্রাণ
বড় মনে পড়ে, আনচান করে
একা পড়ে থাকা প্রাণ৷
তুমি যদি মা, ছুঁয়ে দাও শুধু সব ব্যথা ভুলে যাই
আঘাতে-আঘাতে ভেঙে যাওয়া বুকে
সাহস ফিরে পাই৷

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar