মন যদি চাস, মন দেবো প্রাণ যদি চাস, প্রাণ আমার মন যদি চাস, মন দেবো প্রাণ যদি চাস, প্রাণ ডালের ফুল ছিঁড়ে দেবো দেখবি কত ঘ্রাণ তুই না বুঝলে কে বুঝবে রে- হায় রে, তুই না বুঝলে কে বুঝবে রে কী চায় এ অন্তর আমি কি তোর পর, বন্ধু? তুই কি আমার পর? ওরে, তুই কি আমার পর, বন্ধু? আমি কি তোর পর? ♪ পিরিতের আঠা লাগলে সহজে না ছাড়ে চোখের আড়াল হলে আরো ভালোবাসা বাড়ে পিরিতের আঠা লাগলে সহজে না ছাড়ে চোখের আড়াল হলে আরো ভালোবাসা বাড়ে তুই আর আমি এক হয়ে বন্ধু, তুই আর আমি এক হয়ে থাকবো জনমভর আমি কি তোর পর, বন্ধু? তুই কি আমার পর? হায় রে, তুই কি আমার পর, বন্ধু? আমি কি তোর পর? ♪ কথার ফাঁকে ফাঁকে একটু যখন হাসো বুঝতে আর থাকে না বাকি কোন কাছে আসো কথার ফাঁকে ফাঁকে একটু যখন হাসো বুঝতে আর থাকে না বাকি কোন কাছে আসো ওরে, কোথায় যেন গেছে আমার বন্ধু, কোথায় যেন গেছে আমার লজ্জা-শরম-ডর আমি কি তোর পর, বন্ধু? তুই কি আমার পর? হায় রে, তুই কি আমার পর, বন্ধু? আমি কি তোর পর? মন যদি চাস, মন দেবো প্রাণ যদি চাস, প্রাণ আমার মন যদি চাস, মন দেবো প্রাণ যদি চাস, প্রাণ ডালের ফুল ছিঁড়ে দেবো দেখবি কত ঘ্রাণ তুই না বুঝলে কে বুঝবে রে- হায় রে, তুই না বুঝলে কে বুঝবে রে কী চায় এ অন্তর? আমি কি তোর পর, বন্ধু? তুই কি আমার পর? ওরে, তুই কি আমার পর, বন্ধু? আমি কি তোর পর?