পিরিতের ফাঁসি সেই কবে পরেছি সারা জনম পুড়াইছি আমারে আমি আর পারি না রে আমি আর পারি না রে পিরিতের ফাঁসি সেই কবে পরেছি সারা জনম পুড়াইছি আমারে আমি আর পারি না রে আমি আর পারি না রে ♪ বুকে যার নরকের আগুন অহরহ জাগে কুল কলঙ্কের ডর বুঝি আর তার অন্তরে থাকে রে তার অন্তরে থাকে বুকে যার নরকের আগুন অহরহ জাগে কুল কলঙ্কের ডর বুঝি আর তার অন্তরে থাকে রে তার অন্তরে থাকে প্রাণের দাবী ছাড়বো না রে প্রাণের দাবী ছাড়বো না রে যদি না দেখি অদেখা রে আমি আর পারি না রে আমি আর পারি না রে ♪ বিষের বাণ অবিরত যার প্রাণে মারে মানিক-রতন, দামি জওহর বাঁচাতে কি পারে রে বাঁচাতে কি পারে বিষের বাণ অবিরত যার প্রাণে মারে মানিক-রতন, দামি জওহর বাঁচাতে কি পারে রে বাঁচাতে কি পারে আশায় রইবো চিরকাল আশায় রইবো চিরকাল যদি একবার কাছে পাই তারে আমি আর পারি না রে আমি আর পারি না রে পিরিতের ফাঁসি সেই কবে পরেছি সারা জনম পুড়াইছি আমারে আমি আর পারি না রে আমি আর পারি না রে পিরিতের ফাঁসি সেই কবে পরেছি সারা জনম পুড়াইছি আমারে আমি আর পারি না রে আমি আর পারি না রে আমি আর পারি না রে