Kishore Kumar Hits

Bari Siddiqui - Aaj Theke Mukto Tumi şarkı sözleri

Sanatçı: Bari Siddiqui

albüm: Antor Jala


আজ থেকে মুক্ত তুমি
হতে পারো অন্য কারও
আজ থেকে মুক্ত তুমি
হতে পারো অন্য কারও
আমি কষ্ট পেলে, দুঃখ পেলেও
কষ্ট পেলে, মনকে পাথর করে রাখবো আরও
যাকে খুশি তুমি ভালোবাসতে পারো
আজ থেকে মুক্ত তুমি
হতে পারো অন্য কারও
যদি কখনো ভুল করেও
মনে পড়ে এই আমাকে
ভেবো না আমার কথা
কষ্ট বুকে নিয়ে থাকবো সেদিনও সুখে
যদি কখনো ভুল করেও
মনে পড়ে এই আমাকে
ভেবো না আমার কথা
কষ্ট বুকে নিয়ে থাকবো সেদিনও সুখে
তোমার মতো আর নেই যে আমার কেউ
তোমার মতো আর নেই যে আমার কেউ
সে কথা কি ভেবেছো একটি বারও?
আজ থেকে মুক্ত তুমি
হতে পারো অন্য কারও
জানি একদিন ভাঙবে তোমার ভুল
থাকবে না সেদিন সময়
মিথ্যে আশায় তুমি শিখালে ভালোবাসা
অকারণে ভেঙে যাওয়া হৃদয়
জানি একদিন ভাঙবে তোমার ভুল
থাকবে না সে দিন ও সময়
মিথ্যে আশায় তুমি শিখালে ভালোবাসা
অকারণে ভেঙে যাওয়া হৃদয়
থাকবো আমি তবু তোমারই প্রতীক্ষায়
থাকবো আমি তবু তোমারই প্রতীক্ষায়
ইচ্ছে হলেই ফিরে আসতে পারো
আজ থেকে মুক্ত তুমি
হতে পারো অন্য কারও

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar