Kishore Kumar Hits

Bari Siddiqui - Ghum Je Tor şarkı sözleri

Sanatçı: Bari Siddiqui

albüm: Ghum Je Tor Moroner Shad


ঘুমাইয়া মন স্বপ্নে দেখিস
আরো টাকার প্রয়োজন
সুন্দর নারী রঙমহলা
তবুও ভরে না মন

ঘুম যে রে তোর মরণের স্বাদ
জাইগা কেন যাস ভুলে?
ঘুম যে রে তোর মরণের স্বাদ
জাইগা কেন যাস ভুলে?
জাগিতে আর পারবি না তুই
জাগিতে আর পারবি না তুই
যম ঘুমেতে ধরিলে
ঘুম যে রে তোর মরণের স্বাদ
জাইগা কেন যাস ভুলে?

চোখের একটা পলক পড়তে
সময় লাগে যতক্ষণ
এই ভুবনে আয়ু রে তোর
তারও চেয়ে আরো কম
চোখের একটা পলক পড়তে
সময় লাগে যতক্ষণ
এই ভুবনে আয়ু রে তোর
তারও চেয়ে আরো কম
কোথায় যাবি, কেন এলি
খবরাদি নাহি নিলি
ভুইলা কেন থাকিস মনা
মরিতে হয় জন্মিলে?
ঘুম যে রে তোর মরণের স্বাদ
জাইগা কেন যাস ভুলে?

এই দুনিয়া জিরানোর জায়গা
নয় রে স্থায়ী ঠিকানা
মাটির এক পিঞ্জিরা হইবে
অন্তরের আপনজনা
এই দুনিয়া জিরানোর জায়গা
নয় রে স্থায়ী ঠিকানা
মাটির এক পিঞ্জিরা হইবে
অন্তরের আপনজনা
দিন থাকিতে হাওয়ার গাড়ি
চালা রে মন তাড়াতাড়ি
চেনা পথ অচিনা হইবে
রাইতের আঁধার ঘিরিলে
ঘুম যে রে তোর মরণের স্বাদ
জাইগা কেন যাস ভুলে?
জাগিতে আর পারবি না তুই
জাগিতে আর পারবি না তুই
যম ঘুমেতে ধরিলে
ঘুম যে রে তোর মরণের স্বাদ
জাইগা কেন যাস ভুলে?

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar