তোরে না দেখে প্রাণ যেন না যায় ও তোরে না দেখে প্রাণ যেন না যায় এক পলকের দেখা হলে এক পলকের দেখা হলেও জনমের সাধ মিটে যায় আমার জনমের সাধ মিটে যায় তোরে না দেখে প্রাণ যেন না যায় তোরে না দেখে প্রাণ যেন না যায় ♪ প্রেমে পড়ে বসবাস নিজের কাছেই হলো নিজের পরবাস ♪ ও প্রেমে পড়ে বসবাস নিজের কাছেই হলো নিজের পরবাস এখন না দিয়ে দেখা কষ্ট দেওয়া না দিয়ে দেখা কষ্ট দেওয়া মনে কি তোর দেবে সায় গো মনে কি তোর দেবে সায় তোরে না দেখে প্রাণ যেন না যায় তোরে না দেখে প্রাণ যেন না যায় ♪ পেলে খুব কাছাকাছি হতো শুধুই কথা, ভালোবাসাবাসি ♪ ও, পেলে খুব কাছাকাছি হতো শুধুই কথা, ভালোবাসাবাসি এখন না বলে কথা দুঃখ দেওয়া না বলে কথা দুঃখ দেওয়া তোর কাছে কি শোভা পায় রে তোর কাছে কি শোভা পায় তোরে না দেখে প্রাণ যেন না যায় তোরে না দেখে প্রাণ যেন না যায় এক পলকের দেখা হলে এক পলকের দেখা হলেও জনমের সাধ মিটে যায় আমার জনমের সাধ মিটে যায় তোরে না দেখে প্রাণ যেন না যায় ও তোরে না দেখে প্রাণ যেন না যায়