হৃদয়, তোমাকে ছুতে চেয়ে হাজার হাজার হাজার প্রহর পেরিয়ে আসে অবিরত শব্দ মিছিল হৃদয়, মন ওজন পৃথিবী দেশ সময় পথিক প্রেমিক... শপ্ত সূর্য উঠে শপ্ত সূর্য নামে পুরনো শব্দ জমে বিষের মতো শিরায় শিরায় উগরাতে চাই শব্দের ভিড়ে হারিয়ে যাওয়ার আগে শব্দ ছুড়বো গ্রহ তারায় তারায় আমার শরীরে জমা শব্দের ভিড় শরীর শব্দে বাচে শব্দে শরীর আমার শরীর, আর এ শরীরে মন মনের ভেতরে কালো নীল কানা গলিটার বাকে বাকে প্রেম প্রেমে রাত নির্জন একা একা সে আধার একা খিদে থাবা আসা বাসা ভালোবাসা আগুনের ভিড় আমার শরীর, আর এ শরীরে মন মনের ভেতরে কালো নীল কানা গলিটার বাকে বাকে প্রেম প্রেম রাত নির্জন একা একা সে আধার একা খিদে জ্বালা থাবা ধোয়া আশা বাসা আগুনের ভিড় আমার শরীরে বাবু আমি'ই দালাল আমার দু'চোখে ঘুম আমি কাঙাল আমি প্রেমিক ঝড় বিরহ বিকার আমিই শিকারি সাজি আমিই শিকার তাইরে নাইরে নাইরে নাইরে নাইরে নাইরে তাইরে নাইরে নাইরে নাইরে আমি শরীর বেচে খাইরে তাইরে নাইরে নাইরে নাইরে আমি শরীর বেচে খাইরে তবু এ শরীরে কলঙ্ক যে নাই আর অধিক কানা গলি লাল আলোতে আন হলি আর অধিক কানা গলি লাল আলোতে আন হলি আমি ধবধবে ফরসা কানাই সর্বনাশ আমি বলতে চাই সর্বনাশ আমি বলবো তাই সর্বনাশ করলাম আজ সর্বনাশ সু-লিখবো আজ স্লোগান তোমার সাফেদ দেয়ালে... শরীর পুরনো পুড়ে তো যাবেই কখনো মাংস মন স্বপ্ন প্রেম পুড়ে ছাই একা তো পুড়বো না অনেকে আগুনের হৃদয়ে একা তো পুড়বো না অনেকে আগুনে শরীরে এ এ এ এ এ ই এই ই এ... একা তো পুড়বো না অনেকে আগুনের হৃদয়ে বাড়াও হাত আজ তোমাকেও জ্যান্ত পোড়াই... আমি খিদে খিদে খিদে খিদে খিদে খিদে খিদে আমি খিদে আমি খাই, আমি আদর ছাড়াই।। আমি আগুন সেজে পুড়ি বা পোড়াই আমি প্রেমের পাশে বসি বসে ফুলের মতো ঝরি আমি ফুলের পাশে বসি বসে প্রেমের মতো ঝরি আবার সুযোগ পেলে গরুও চড়াই সর্বনাশ ওহে ভদ্রলোক সর্বনাশ তোর পূর্ণ হোক সর্বনাশ শূন্য চোখ সর্বনাশ ভর্তি হোক স্লোগান তোদের আমার এ খেয়ালে...