রাত্রি শেষ হল, যেমন হয় আর হাইরাইজের পিঠে সূর্যোদয় আমিও বেরোলাম ঘর ছেড়ে আর অভিমানী পিছুটান মুখ লুকায় এই বিষাদস্নান কোন স্রোতের টান শুনতে চায় ঘরে ফেরার গান গান হারিয়ে যায়, লিখি মেঘের গায় তাকে ফেলে এসেছি আমি কলকাতায় বিকেল ফুরোলে আলগোছে যত নিয়ন গড়িয়ে নামে মন খারাপ চোখের পাতায় বিয়ারঘুম, আমি প্রাণপণে খুঁজি পোষা বাস্তুসাপ এই মন কেমন লাগে যার যেমন খুঁজে বেড়ায় চেনা ঘরের কোণ ঘর হারিয়ে যায়, পথ ভাগ বসায় তাকে ফেলে এসেছি আমি কলকাতায় প্রবাসী পাখিদের দুই ডানায় রোজ নতুন নতুন কত পূর্বরাগ শরীর, শরীরে মেশে আশ্লেষে তবু প্রাণপণে খুঁজি চেনা জন্মদাগ এই মন কেমন লাগে যার যেমন খুঁজে বেড়ায় চেনা ঘরের কোণ ঘর হারিয়ে যায়, পথ ভাগ বসায় তাকে ফেলে এসেছি আমি কলকাতায়